1 . বাড়িটি তারা দখল করেছে। অবশ্য লড়াই না করেই!  তাদের সামরিক শক্তি অনুমান করে বাড়ির মালিক যে পৃষ্ঠপ্রদর্শন করেছিল, তা নয়। দেশভঙ্গের হুজুগে তখন এ শহরে এস তারা যেমন-তেমন একটা ডেবার সন্ধানে উদয়ান্ত ঘুরছে, তখন একদিন দেখতে পায় বাড়িটা। সদর দরজায় মস্ত তালা, কিন্তু সামান্য পর্যবেক্ষনের পর বুঝতে পারে বাড়িতে জনমানব নাই। এবং তার পাওয়া নিতান্ত সৌভাগ্যের কথা। সৌভাগ্যের আকস্মিক আর্বিভাব প্রথথে তারা সদলবদল এস দরজায় তালা ভেঙ্গে রৈ- রৈ আওয়াজ তুলে বাড়িটায় প্রবেশ করে। তাদের মধ্যে তখন বৈশাখের আম-কুড়ানো ক্ষিপ্র উম্নাদনা বলে ব্যাপারটা তাদের কাছে দিন-দুপুরে ডাকাতির মতো মনে হয় না। কোনো অপরাধের চেতনা যদি না মনে জাগায় প্রয়াস তা বিজয়ের উল্লাসে নিমিষে তুলোধনে হয়ে উড়ে যায়।অনুচ্ছেদ তৎপুরুষ সমাসবদ্ধ পদ কয়টি-?

  • A. তিনটি
  • B. চারটি
  • C. পাঁচটি
  • D. ছয়টি
View Answer Discuss in Forum Workspace Report
খ ইউনিট ২০১৪-২০১৫ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2014
More